গত দু’দিন ধরে হাওড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকে দফায় দফায় অবরোধ, বিক্ষোভে উত্তপ্ত হাওড়ার বিস্তীর্ণ এলাকা। পথ অবরোধের পাশাপাশি রেল অবরোধ এবং ভাঙচুর, আগুন লাগানোর মতো ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে অশান্তি ঠেকাতে আরও কঠোর হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও রকম হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর তার পরই কড়া পদক্ষেপ করল নবান্ন। হাওড়ার উত্তেজনাময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দুই এডিজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে ১০ জনের শীর্ষ আধিকারিককে নিয়ে বিশেষ দল তৈরি করল স্বরাষ্ট্র দফতর।
ওই ১০ জন শীর্ষ আধিকারিককে ঘটনাস্থলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। হাওড়ায় পুলিশি ব্যবস্থা খতিয়ে দেখতে নেতৃত্ব দেবেন এডিজি ও আইজি নীরজ কুমার সিং। তাঁর সঙ্গে থাকবেন আইপিএস নিশাথ পারভেজ। ডিআইডি সিআইডি (অপারেশন) মীরাজ খালিদ, ডিআইজি (সীমান্ত) আইবি সুমনজিৎ রায়, আইপিএস অঞ্জলি সিং, এসপি সিআইএফ হোসেন মেহেদি রহমান ও আইপিএস অজিত সিং যাদব। হাওড়া গ্রামীণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থার তদারকিতে থাকবেন এডিজি ইবি অজয় কুমার। তাঁর সঙ্গে থাকবেন ডিআইজি সিআইডি (স্পেশাল) কল্যাণ মুখোপাধ্যায়, ডিআইজি (এপি) দুর্গাপুর ফারহাত আব্বাস, আইপিএস চন্দ্রশেখর বর্ধন ও আইপিএস অনামিত্র দাস।
Read: কথা রাখলেন মমতা – মুখ্যমন্ত্রীর ঘোষণার পর হাসপাতালে বসেই চাকরির নিয়োগপত্র পেলেন রেণু
Twitter: কথা রাখলেন মমতা – মুখ্যমন্ত্রীর ঘোষণার পর হাসপাতালে বসেই চাকরির নিয়োগপত্র পেলেন রেণু
Chief Minister