গত দু’দিন ধরে হাওড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকে দফায় দফায় পথ অবরোধের পাশাপাশি রেল অবরোধ এবং ভাঙচুর, আগুন লাগানোর মতো ঘটনা ঘটেছে। কিন্তু এসবের মধ্যেই অগ্নিগর্ভ হাওড়ায় যেতে চেয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু হাওড়া যেতে দেওয়া হবে না বলে আগেই তাঁকে জানিয়ে দিয়েছিল পুলিশ। এর পরেও তিনি জোর করেই হাওড়ার পথে রওনা দেন। বার বার পুলিশ বাধা দিলেও তিনি কনভয় নিয়ে বিদ্যাসাগর সেতুতে পৌঁছে যান। আর তারপরেই গ্রেফতার করা হয় সুকান্তকে। দ্বিতীয় হুগলি সেতুর উপর টোল প্লাজার কাছে তাঁকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।
এবার এ নিয়েই বিজেপির রাজ্য সভাপতিকে কটাক্ষ করলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন সুকান্তকে পুলিশ আটকাতেই তিনি গাড়ি থেকে নেমে পড়েছিলেন। তারপর পুলিশের উদ্দেশে বলেছিলেন, ‘আমায় আটকাচ্ছেন কেন? ১৪৪ ধারা ভাঙলে তো গ্রেফতার হয়। আমায় গ্রেফতার করুন।’ এই কথা নিয়েই সুকান্ত-সহ বিজেপিকে খোঁচা দিয়েছেন কুণাল। টুইটে তৃণমূল মুখপাত্র লিখেছেন, “‘১৪৪ ধারা ভাঙলে তো গ্রেফতার হয়। আমাকে গ্রেফতার করুন।’ প্রচারের জন্য আবেদন করে গ্রেফতার সুকান্ত মজুমদার। সকাল থেকে দিলীপ ঘোষের সঙ্গে চলছে তাঁর প্রচারের রেষারেষি। এরা প্রচার পাচ্ছে দেখে এবার জেগে উঠল শুভেন্দু। উস্কানি পলিটিক্স।”
Kunal Ghosh