সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। আর চব্বিশের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই সেই ভোটকে সামনে রেখে বিরোধী নেতৃত্বের রাশ নিজের হাতে নিতে উদ্যোগী হয়েছেন সোনিয়া গান্ধী। যদিও বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভরসা করছেন সবাই। এই আবহেই রাষ্ট্রপতি নির্বাচনে ঐক্যবদ্ধ বিরোধী প্রার্থী দেওয়ার লক্ষ্যে দিল্লী যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। ১৫ই জুন দিল্লীর কনস্টিটিউশন ক্লাবে বিরোধী জোটের বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে হাজির হবেন তিনি। মমতা দিল্লীতে পা রাখলেই ঐক্যবদ্ধ বিরোধী প্রার্থী দেওয়ার প্রক্রিয়া গতি পাবে বলে রাজনৈতিক মহলের ধারণা।
প্রসঙ্গত, একুশের ভোটে বাংলায় বিজেপিকে রুখে দিয়েছেন মমতা। বিজেপি বিরোধী জোট গড়ার ক্ষেত্রেও তিনিই অগ্রণী ভূমিকা নিয়েছেন। এর আগে দিল্লীতে এসে তিনি রাষ্ট্রপতি ভোটে ঐক্যবদ্ধ প্রার্থী দেওয়ার জন্য সলতে পাকানোর কাজও শুরু করেছিলেন। ফলে বিরোধী দলগুলিও তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লী সফরের দিকে। এখনও পর্যন্ত খবর, ১৪ জুন তথা আগামী মঙ্গলবারই তিনি দিল্লি আসবেন। ইতিমধ্যে একাধিক বিরোধী দলের নেতা-নেত্রীর সঙ্গে তাঁর কথাও হয়েছে। মমতা দিল্লীতে এলেই বিরোধী প্রার্থী দাঁড় করানোর ছবিটি আরও স্পষ্ট হবে।
Read: আবেদন মেনে ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়াকে হাজিরার নতুন তারিখ দিল ইডি – ডাকা হল আগামী ২৩ জুন
Twitter: আবেদন মেনে ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়াকে হাজিরার নতুন তারিখ দিল ইডি – ডাকা হল আগামী ২৩ জুন
President Election