ধার নেওয়া টাকা ফেরত চাওয়া নিয়েই সংঘাতের সূত্রপাত। তার জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার লালবাজারে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছিলেন যে, ভবানীপুরের গুজরাতি দম্পতি খুনের ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এবার ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের ঘটনায় আরও একজন অভিযুক্তকে ধরল পুলিশ। ধৃতের নাম বিশাল বর্মন। তাকে উত্তরপ্রদেশের মথুরা থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
পুলিশ জানিয়েছে, ভবানীপুরের ব্যবসায়ী দম্পতি অশোক শাহ ও তাঁর স্ত্রী রশ্মিতাকে খুনের পরেই লিলুয়া পালিয়ে যায় বিশাল। সেখানই কিছুদিন গা ঢাকা দিয়েছিল সে। পরে ট্রেনে চেপে উত্তরপ্রদেশে চলে যায়। শুক্রবার গভীর রাতে মথুরার একটি বাড়ি থেকে পাকড়াও করা হয় তাকে। উল্লেখ্য, এর আগে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের নাম সুবোধ সিং, যতীন মেহতা ও রত্নাকর নাথ। ধৃতদের জেরা করেই বিশালের নাম জানতে পারে পুলিশ। তদন্তকারীরা বলছেন, সুবোধই ছুরি চালিয়ে খুন করে অশোক শাহকে। তারপর তিনি বাড়ি বিহারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁকে শালিমার স্টেশন থেকে ধরা হয়। রত্নাকর নাথ উড়িষ্যার বাসিন্দা। তাঁকে ধরা হয় লিলুয়া থেকে। যতীন মেহতা গুজরাতের জামনগরের বাসিন্দা। তাঁকেও সেখান থেকেই গ্রেফতার করা হয়।
Bhawanipur