ভারতের অধিনায়ক হিসেবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বৃহস্পতিবার হেরেছেন পন্থ। কোহলিও দেশের অধিনায়ক হিসেবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হেরেছিলেন। কাজেই বিরাট কোহলি আর একা নন। পাশে পেলেন ঋষভ পন্থকে। এই দু’জন ছাড়া ভারতের আর কোনও অধিনায়কের এই নজির নেই। পন্থ ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হারলেন। এই রেকর্ড গর্বের নয় নিশ্চিত ভাবেই। তবু এ ক্ষেত্রে কোহলির সঙ্গেই নাম আসবে পন্থের।
ওই দুটি ম্যাচের দিকে তাকালে দেখা যাবে, কোহলির সঙ্গে আরও কয়েকটি বিষয়ে মিল রয়েছে পন্থের। দক্ষিণ আফ্রিকার কাছে অধিনায়ক পন্থ প্রথম ম্যাচে হেরেছেন ৭ উইকেটে। কোহলিও অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ ৭ উইকেটেই হেরেছিলেন ইংল্যান্ডের কাছে। ম্যাচটি হয়েছিল ২০১৭ সালে কানপুরে। পন্থ বৃহস্পতিবারের ম্যাচে করেছেন ২৯ রান। কোহলিও ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে করেছিলেন ২৯ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে পন্থ হলেন ভারতের অষ্টম অধিনায়ক। দ্বিতীয় কনিষ্ঠতমও বটে। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের কনিষ্ঠতম অধিনায়ক হলেন সুরেশ রায়না।
Read: হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন শুভেন্দুরা – সাসপেনশন ইস্যুতে বিধানসভাতেই বিবাদ মেটানোর নিদান আদালতের
Twitter: হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন শুভেন্দুরা – সাসপেনশন ইস্যুতে বিধানসভাতেই বিবাদ মেটানোর নিদান আদালতের
Virat Kohli