এবার হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল পদ্মশিবির। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পাঁচ বিজেপি বিধায়কের সাসপেনশনের পরিপ্রেক্ষিতে করা মামলায় দুপক্ষকে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট। গতকাল, অর্থাৎ, বৃহস্পতিবার, ৯ই জুন মামলার শুনানি চলাকালীন বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে এখনই হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিলেন।
উল্লেখ্য, চলতি অর্থবর্ষের বাজেট অধিবেশন চলাকালীন মারামারির ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু-সহ পাঁচ বিজেপি বিধায়ককে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করেছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার সচিব বিরোধী দলনেতাকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, সাসপেনশন চলাকালীন বরখাস্ত হওয়া বিধায়কেরা বিধানসভার ভিতরের লবিতে যেতে পারবেন না। বিরোধী দলনেতা বিধানসভায় নিজের ঘরে প্রবেশ করতে পারবেন না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন বিজেপি বিধায়কেরা। এবার দু-পক্ষকে বিধানসভাতেই মেটানোর নিদান দিল আদালত।
Read: বাড়ছে করোনা সংক্রমণ – সতর্কতামূলকভাবে ফের মাস্ক পরার বিধি চালু করতে পারে রাজ্য সরকার
Twitter: বাড়ছে করোনা সংক্রমণ – সতর্কতামূলকভাবে ফের মাস্ক পরার বিধি চালু করতে পারে রাজ্য সরকার
High Court