গত মে মাসে যাত্রা শুরুর প্রথম দিনেই বাজারে মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় জীবনবিমা নিগমের (এলআইসি) শেয়ার। এবার আরও ধাক্কা খেল বিনিয়োগকারীরা। বাজারে আসার পর থেকে এলআইসির শেয়ারের দর সবচেয়ে বেশি নেমে এল বৃহস্পতিবার। দেশের সবচেয়ে বড় বীমা কোম্পানির বাজার-মূল্যে ধারাবাহিক ক্ষতির পিছনে মুদ্রাস্ফীতি, রুশ-ইউক্রেন যুদ্ধ এবং প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার আর্থিক বিপর্যয় বড় কারণ বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ।
মে মাসের গোড়ায় ৯৪৯ টাকায় এলআইসির আইপিও বিক্রি করা হয়েছিল। কিন্তু ১৭ মে বাজারে আসার পরেই শেয়ারের দাম ৮৬৭.২০ টাকায় নেমে আসে। বৃহস্পতিবার এলআইসির শেয়ারের আরও পতন ঘটে। দাম ৭২৩ টাকা ৭০ পয়সায় নেমে আসে। বুধবার বাজার বন্ধের সময় এলআইসির শেয়ারের দর ছিল ৭৩৮ টাকা। কিন্তু বৃহস্পতিবার বাজার খোলার পরেই দ্রুতগতিতে পতন শুরু হয়। প্রসঙ্গত, মে মাসে বাজারে আসার পর এই নিয়ে এলআইসির শেয়ারের দর প্রায় ২৫ শতাংশ পড়ে গেল।
lic ipo