এবার প্রকাশ্য দিবালোকে খাস কলকাতার রাস্তায় চলল গুলি। শুক্রবার পার্কসার্কাস এলাকায় ঘটা এই ঘটনায় মৃত এক পুলিশ কর্মী-সহ ২ জন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে প্রচুর পুলিশকর্মী। মনে করা হচ্ছে, আত্মঘাতী হয়েছেন ওই পুলিশ কর্মী। কী কারণে এমন ভয়বাহ কাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, আজই কাজে যোগ দিয়েছিলেন ওই পুলিশ কর্মী। তাঁর নাম চরুপ লেপচা। পার্কসার্কাসে বাংলাদেশ দূতাবাসের কাছে ডিউটিতে ছিলেন তিনি। এদিকে অ্যাপ বাইকে করে পার্কসার্কাস সেভেন পয়েন্টের দিকে যাচ্ছিলেন এক মহিলা। অভিযোগ, সেই সময় ওই পুলিশ কর্মী বাইকে থাকা মহিলাকে লক্ষ্য করে গুলি চালান। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।
এরপর পুলিশ কর্মী আরও একটি গুলি চালালে সেটি গিয়ে লাগে বাইক চালকের পিঠে। এখানেই না থেমে আরও কয়েক রাউন্ড গুলি চালান তিনি। তারপর নিজের মাথায় গুলি চালায়। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কড়েয়া থানা এলাকায়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।দেহ দু’ টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
Read: আমরা কী ভিখারি, ৫ লক্ষ টাকা কিছুই নয় – মোদী সরকারকে তোপ মৃত কাশ্মীরি পণ্ডিতের বাবার
Twitter: আমরা কী ভিখারি, ৫ লক্ষ টাকা কিছুই নয় – মোদী সরকারকে তোপ মৃত কাশ্মীরি পণ্ডিতের বাবার
Kolkata Police