মন্ত্রীর চেয়ার এবং ক্রিকেটের মাঠ, দুই জায়গাতেই সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন মনোজ। খেলা এবং রাজনীতিকে সমানতালে সামলে চলেছেন। শতরান করলেন মন্ত্রীমশাই। প্রথম ইনিংসে ৭৩ রানে শেষ হয়ে গিয়েছিল তাঁর ইনিংস। দ্বিতীয় ইনিংসে সেই ভুল করলেন না। শতরান করলেন এবং দাপটের সঙ্গে করলেন। প্রথম ইনিংসে মনোজ তিওয়ারির মন্থর ইনিংস নিয়ে অনেকে প্রশ্ন তুলছিলেন। সেই সব প্রশ্নকেও মাঠের বাইরে পাঠিয়ে দিলেন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী। ঝাড়খণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মনোজ ১৫২ বলে শতরান করেন। বাংলার সাজঘরের দিকে দু’হাত দিয়ে হৃদয়ের চিহ্ন তৈরি করে দেখান। বুঝিয়ে দেন বাংলার মন্ত্রিত্ব যেমন করছেন, তেমন ব্যাট হাতেও বাংলার হয়ে খেলতে কতটা ভালবাসেন তিনি। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত একটি ছক্কা এবং ১৫টি চার মেরেছেন মনোজ।
যে দাপটের সঙ্গে তিনি খেলছেন তাতে স্বস্তি বাংলা শিবিরে। গ্রুপ পর্বে একটি অর্ধশতরান করেছিলেন মনোজ। হাঁটুর চোট সারিয়ে বাংলা দলে ফিরে গ্রুপ পর্বে খুব বেশি রান করতে পারেননি। নক-আউট পর্বে প্রথম ম্যাচেই রান পেলেন। প্রথম ইনিংসে শতরান না পেলেও, দ্বিতীয় ইনিংসে শতরান করলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮টি শতরান করে ফেললেন মনোজ। বাংলার প্রাক্তন অধিনায়ক জানিয়েছিলেন তাঁর স্বপ্ন বাংলার হয়ে রঞ্জি ট্রফি জেতা। ৩৬ বছর বয়সে রাজনীতির ময়দানে নেমে পড়লেও খেলার ময়দান ছাড়েননি মনোজ। রঞ্জি জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন তিনি। ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবিধা নিয়ে রঞ্জির সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত বাংলার।
Read: বিধানসভায় আজ গুরুত্বপূর্ণ বৈঠক – পরিষদীয় রাজনীতি বিষয়ে বিধায়কদের ক্লাস নেবে তৃণমূল
Twitter: বিধানসভায় আজ গুরুত্বপূর্ণ বৈঠক – পরিষদীয় রাজনীতি বিষয়ে বিধায়কদের ক্লাস নেবে তৃণমূল
Cricket