ক্রমাগত ব্যর্থতার জেরে এবার বঙ্গের সাংগঠনিক স্তরে বড়সড় রদবদলের পথে হাঁটল বিজেপি। দক্ষ কর্মীর অভাবে অবলুপ্তির পথে বুথ কমিটি। শক্তিকেন্দ্র ও বুথকে একসঙ্গে অঞ্চলভিত্তিক সংগঠন করার ভাবনা রয়েছে। বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বঙ্গ সফরেই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
বিজেপি সংগঠনের কাঠামো সাধারণত এরকম – রাজ্য, বিভাগ, জেলা, মণ্ডল, শক্তিকেন্দ্র এবং বুথস্তর। গত লোকসভা নির্বাচনের সময় থেকে রাজ্যে গেরুয়া শিবির মাথাচাড়া দিয়ে উঠলেও সমস্ত বুথে দক্ষ কর্মী, নেতার অভাব রয়েছে। মোট ৭৭ হাজার বুথের বেশিরভাগই তাই দুর্বল। বারবার নির্বাচনে হারের পিছনে বুথস্তরের দুর্বলতার কথাই উঠে এসেছে দলের আভ্যন্তরীণ ময়নাতদন্তে। সেইসঙ্গে গোষ্ঠীকোন্দলের সর্বনাশা ভূমিকা তো আছেই। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, বুথ মজবুত না হলে ভোটে জেতা একেবারেই সহজ নয়।
বঙ্গ রাজনীতির বাস্তব কথা বুঝেই এবার সেই শক্তিকেন্দ্র ও বুথ কে একসঙ্গে অঞ্চল ভিত্তিক সংগঠন করতে চলেছে বিজেপি। গঠিত হতে পারে অঞ্চল কমিটি। এমনটা হলে এ রাজ্যের ক্ষেত্রে গেরুয়া সংগঠনে বড়সড় পরিবর্তন বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
bjp