জে পি নাড্ডার সতর্কতাতেও হল না কাজ। বঙ্গভঙ্গের দাবিতে অনড় কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।
সম্প্রতি বঙ্গ সফরে এসেছিলেন জে পি নাড্ডা। বঙ্গভঙ্গের দাবি জানাতে বারণ করে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দলের সাংসদ কিংবা বিধায়ক এ বিষয়ে একটি শব্দও খরচ না করার কথা বলেছিলেন তিনি। শুধু নাড্ডাই নন, বুধবার রাতে নিউটাউনের রুদ্ধদ্বার বৈঠকেও একই কথা জানিয়েছিলেন বি এল সন্তোষ। বাংলা ভাগ বিজেপি চায় না বলেই দাবি করেছিলেন তিনি। তবে তাতেও উত্তরবঙ্গকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে সরব কার্শিংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার যে কিছু যায় আসে না তা স্পষ্ট। কারণ, শুক্রবার একই বিষয়ে আরও একবার মুখ খুললেন বিজেপি বিধায়ক।
এদিন বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, ‘স্বাধীনতার পর থেকে আমাদের একটাই দাবি। আমরা পৃথক উত্তরবঙ্গ চাই। আমি এই দাবিতে আগেও সহমত ছিলাম। এখনও আছি। মোদি বলেছিলেন ভোকাল ফর লোকাল। সেই অনুযায়ী স্থানীয় বাসিন্দারা যা চায় তাই বলছি’।
বৃহস্পতিবারও একই কথা বলেছিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে সুর চড়িয়েছিলেন তিনি। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে কার্যত হুঁশিয়ারির সুরে বিষ্ণুপ্রসাদ বলেছিলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন আমরা আমাদের গোর্খা সম্প্রদায়ের জন্য এই দাবি আদায় করেই ছাড়ব। উনি নিজের চোখেই তা দেখে যাবেন। আমরা উত্তরের বিভিন্ন জনজাতির স্বার্থে তাদের নিয়েই আন্দোলন করব। উনি যাই বলুন না কেন পাহাড়-সহ গোটা উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে। তাই পৃথক রাজ্যের প্রয়োজন রয়েছে’।
Read: কুতুব মিনার চত্বরে মন্দির পুনরুদ্ধারের মামলায় না আদালতের – স্থগিতাদেশ দিল দিল্লী কোর্ট
Twitter: কুতুব মিনার চত্বরে মন্দির পুনরুদ্ধারের মামলায় না আদালতের – স্থগিতাদেশ দিল দিল্লী কোর্ট
jp nadda