আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার বিজেপি মহিলা কর্মী ও তার মেয়ে। ২০ হাজার টাকার সরকারি লোন পাইয়ে দিয়ে , ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ মা-মেয়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই, এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার কুমোর খোলা গ্রামের বিধবা মহিলা চন্দনা রায় দুই ছেলে মেয়েকে নিয়ে কলকাতাতে পরিচারিকার কাজ করে সংসার চালায়। এক বছর আগে পার্শ্ববর্তী গ্রামের এক মহিলা সুশীলা বিশ্বাস মহিলা সমৃদ্ধি যোজনা লোন পাইয়ে দেওয়ার কথা বলেন। সেইমত আবেদনপত্র জমা করতে চন্দনার কাছ থেকে ৩০০ টাকা নিয়েছিল সুশীলা। ২০ হাজার টাকা লোন পেলে সেই টাকা ব্যাংকে পরিশোধ করা লাগবে না বলে জানিয়েছিলেন সুশীলা এবং বলা হয়েছিল ১৫ হাজার টাকা দিতে হবে বলে চন্দনাকে। চন্দনাও সেই কথায় রাজি হয়ে যায়।
সেইমত, সোমবার চন্দনা রায় ও তার ভাই সৌমিত্র শিকদার ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়ে সুশীলার বাড়িতে টাকা দিতে গেলে সুশীলা ১৫ হাজার টাকার জায়গায় ১৬ হাজার টাকা দাবি করে। এবং চন্দনার কাছ থেকে ১০ টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি, চন্দনা এবং ভাই সৌমিত্রকে মারধর করে সুশীলা বিশ্বাস মেয়ে সুপ্রিয়া বিশ্বাস ছেলে সৌমিত্র বিশ্বাস ।
এরপরই, বাগদা থানায় ওই মহিলার বিরুদ্ধে ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার লিখিত অভিযোগ দায়ের করে চন্দনা। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সুশীলা বিশ্বাস ও সুপ্রিয়া বিশ্বাসকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
Read: প্রকাশ্য দিবালোকে পার্কসার্কাসে চলল এলোপাথাড়ি গুলি – মৃত পুলিশ কর্মী-সহ ২
Twitter: প্রকাশ্য দিবালোকে পার্কসার্কাসে চলল এলোপাথাড়ি গুলি – মৃত পুলিশ কর্মী-সহ ২
Financial frauds