উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার পরীক্ষার ফলাফল প্রকাশের পরই টুইট করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল পড়ুয়াদের অভিনন্দন। জেলার ছেলেমেয়েরা অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। আমাদের শহরের পড়ুয়ারাও আমাদের গর্বিত করেছে।’
পড়ুয়াদের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিভাবক এবং শিক্ষকদেরও অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, ‘সকল অভিভাবক, শিক্ষকদের কুর্নিশ। খুব দ্রুত কাউন্সিল উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করেছে। যারা আশানুরূপ ফল করতে পারেনি, তারা মন খারাপ করোনা না। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার চেষ্টা করো।’
এদিকে, সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘এই বারের উচ্চমাধ্যমিক ঐতিহাসিক। কোভিড অতিমারি সহ একাধিক চ্যালেঞ্জ সামলে যে ভবে সাফল্যের সঙ্গে পরীক্ষা সামাল দিয়েছে বোর্ড তাতে কৃতিত্ব দাবি করতেই পারে তারা।’
উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে দিনহাটার অদিশা দেবশর্মা। তার প্রাপ্ত নম্বর ৪৯৮। কোচবিহার সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী অদিশা৷ সম্ভাব্য প্রথম হিসেবে তার নাম ঘোষণা হতেই অদিশা বলেন, ‘ভালো রেজাল্ট করব ভেবেছিলাম। এত ভালো হবে ভাবতে পারিনি।’
Read: ঐতিহাসিক মেধাতালিকা! – উচ্চমাধ্যমিক ফলাফলে প্রথম দশে ২৭২ জন, জেলার জয়জয়কার
Twitter: ঐতিহাসিক মেধাতালিকা! – উচ্চমাধ্যমিক ফলাফলে প্রথম দশে ২৭২ জন, জেলার জয়জয়কার
Mamata Banerjee