এবার সিবিআই প্রধানের নিয়োগ নিয়ে মামলা হল বম্বে হাইকোর্টে! জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দায়িত্বে থাকা সুবোধ কুমার জয়সওয়ালের নিয়োগ বেআইনি। শুনানির পর ইতিমধ্যেই সুবোধ কুমার জয়সওয়াল-সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নোটিস পাঠিয়েছে আদালত।
বম্বে হাই কোর্টে এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন প্রাক্তন পুলিশ কর্তা রাজেন্দ্র ত্রিবেদী। মামলার শুনানি চলছে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এমএস কার্নিকের ডিভিশন বেঞ্চে। পিআইএলটিতে দাবি করা হয়েছে, দিল্লী পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ১৯৪৬ অনুযায়ী সিবিআই প্রধান হওয়ার অভিজ্ঞতাই নেই জয়সওয়ালের।
আরও বলা হয়েছে, দুর্নীতি বিরোধী মামলার ক্ষেত্রেও উপযুক্ত দক্ষতা নেই বর্তমান সিবিআই প্রধানের। পিআইএলে উল্লেখ করা হয়েছে ‘তেলগি স্ট্যাম্পপেপার কেলেঙ্কারি’র কথা। যে মামলার তদন্তে নেতৃ্ত্ব দিয়েছিলেন জয়সওয়াল। ওই তদন্তে বিধিনিষেধ জারি করেছিল আদালত। এমন বেশ কিছু উদাহরণ টেনে সুবোধ কুমার জয়সওয়াল সিবিআই প্রধান হিসাবে অযোগ্য বলে দাবি করেন জনস্বার্থ মামলার আইনজীবী।
ত্রিবেদী তাঁর আবেদনে অভিযোগ করেছেন, জয়সওয়ালের অনভিজ্ঞতার দিকগুলি বিবেচনা করা হয়নি তাঁকে নিয়োগ করার সময়। সুবোধ কুমার জয়সওয়ালকে সিবিআই প্রধানের পদ থেকে সরানোরও দাবি করেছেন তিনি।
Bombay High Court