ভিন রাজ্যের বিশ্ববিদ্যালয়ের মতোই বাংলায় এবার বিদেশের বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস খোলার পক্ষে সওয়াল করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার শহরের একটি হোটেলে রাজ্যের শিক্ষা দপ্তর ও ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে আয়োজিত ‘ওয়েস্ট বেঙ্গল-ইউকে রাউন্ড টেবিল অন হায়ার এডুকেশন’ অনুষ্ঠানে যোগ দিতে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যদি তার নীতির পরিবর্তন ঘটায়, তবে অনেক কিছু স্বচ্ছন্দে হতে পারে।
অনেক নামী প্রতিষ্ঠান এ রাজ্যে ক্যাম্পাস খোলায় আগ্রহ দেখিয়েছে। কেন্দ্র তার নীতির পুনর্বিবেচনা করলে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসও চালু হতে পারে।’ ব্রাত্যর বক্তব্য, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিশা মেনে আমরা রাজ্যে উচ্চ শিক্ষার আন্তর্জাতিকরণের অভীষ্ট লক্ষ্যে এগোচ্ছি। আমাদের রাজ্যে বহু নামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণাকেন্দ্র রয়েছে। ব্রিটেনের একাধিক বিশ্ববিদ্যালয় বাংলাকে তাদের কর্মকাণ্ডের গন্তব্য হিসাবে পাখির চোখ করেছে।’
Read: বিশ্বের সেরা ১০টি বিদ্যালয়ের তালিকায় বাংলার স্কুল – অভিনন্দন জানিয়ে টুইটে উচ্ছ্বসিত মমতার
Twitter: বিশ্বের সেরা ১০টি বিদ্যালয়ের তালিকায় বাংলার স্কুল – অভিনন্দন জানিয়ে টুইটে উচ্ছ্বসিত মমতার
Education