আজ, শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন। এদিন শুরুতেই শোকপ্রস্তাব পাঠ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিল কলকাতায় কনসার্ট করতে এসে প্রয়াত সঙ্গীত শিল্পী কেকের নামও।
প্রসঙ্গত, গত বাজেট অধিবেশনের পর থেকে এ পর্যন্ত যাঁরা প্রয়াত বা নিহত হয়েছেন তাঁদের স্মরণে এদিন শোকপ্রস্তাব গ্রহণ করা হয় বিধানসভায়। কেকের মৃত্যু নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। যদিও জেলা সফর থেকে ফিরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেকের শেষযাত্রায় হাজির ছিলেন। রবীন্দ্রসদনে প্রয়াত সঙ্গীতশিল্পীকে গান স্যালুটও দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। এদিন কার্যত বিরোধী-শূন্য বিধানসভায় শোকপ্রস্তাব পাঠ করেন স্পিকার। বিজেপির কোনও বিধায়ক ছিলেন না।
Assembly session