বিজেপি সাংসদ দিলীপ ঘোষ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আগেই অভিনন্দন জানালেন ‘সফল ছাত্রছাত্রীদের’।
শুক্রবার দিলীপ টুইটারে লেখেন, ‘উচ্চ মাধ্যমিকে সফল ছাত্রছাত্রীদের আমার অভিনন্দন জানাই। জীবনে অনেক বড় হও, এগিয়ে চলো, দেশের মানুষের পাশে দাঁড়াও এই কামনা করি।’
সকাল ১০টা ১৯ মিনিটে করা ওই টুইটে বাংলার পাশাপাশি ইংরেজিতেও উচ্চ মাধ্যমিকে সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন তিনি। যদিও শুক্রবার বেলা ১১টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করেপশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ!
উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে দিনহাটার অদিশা দেবশর্মা। তার প্রাপ্ত নম্বর ৪৯৮। কোচবিহার সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী অদিশা৷ সম্ভাব্য প্রথম হিসেবে তার নাম ঘোষণা হতেই অদিশা বলেন, ‘ভালো রেজাল্ট করব ভেবেছিলাম। এত ভালো হবে ভাবতে পারিনি।’
Dilip Ghosh