এবার বিজেপি শাসিত ত্রিপুরায় যৌন নিগ্রহ নাবালককে! যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় গোটা রাজ্য। জানা গিয়েছে, মানিক রাজ্যে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে দুটি ১২ বছর বয়সী বালককে। অভিযোগের আঙুল উঠেছে ভারত সেবাশ্রমের মহারাজের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরের পশ্চিম দেওয়ানপাশার ভারত সেবাশ্রম পরিচালিত প্রণবানন্দ বিদ্যামন্দিরের।
জানা গিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরাতে ও এই সব ঘটনা প্রভাব বিস্তার করছে। আর এইবার এমনই এক ঘটনার শিকার হল দুটি শিশু। ধর্মনগরের পশ্চিম দেওয়ানপাশার ভারত সেবাশ্রম পরিচালিত প্রণবানন্দ বিদ্যামন্দিরের এলাকার বাসিন্দা ওই দুই বালক। মাঠে খেলতে গেলে ওই দুই বালকের মধ্যে একজনকে ডেকে বিদ্যালয়ের মহারাজ তার ওপর যৌন নির্যাতন চালায়। এরপর অপর বালক তার বন্ধুকে ডাকতে গেলে সেও একইভাবে ওই নির্যাতনের শিকার হয়।
যদিও তাদের মধ্যে একজন কোনওভাবে অজুহাত দেখিয়ে বাড়িতে পালিয়ে এসে পুরো ঘটনাটি জানায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অভিভাবকরা চাইল্ড হেল্পলাইনে পুরো ঘটনাটি জানায়। শেষমেষ চাইল্ড লাইনের দুই সদস্য খবর পেয়ে ওই দুই নাবালকের বাড়িতে আসে। তবে প্রথমে অভিভাবকরা সাংবাদিকদের সামনে মুখ খুললেও প্রশাসনের কাছে যেতে ভয় পায়। পরে ওই হেল্পলাইনের সদস্য-সদস্যরা বালকসহ ওদের অভিভাবকদের বয়ান রেকর্ড করে।
Read: বিএলআরওদের কাজ নিয়ে একাধিক অভিযোগ – কড়া পদক্ষেপ নিল নবান্ন
Twitter: বিএলআরওদের কাজ নিয়ে একাধিক অভিযোগ – কড়া পদক্ষেপ নিল নবান্ন
tripura