শববাহী গাড়ির টাকা জোগাড় করতে না পারায় স্ত্রীর মৃতদেহ কাঁধে ১২ কিলোমিটার পথ হেঁটেছিলেন উড়িষ্যার কালাহান্ডির বাসিন্দা দানা মাজি। পাঁচ বছর আগে এমনই একটা ছবি নাড়িয়ে দিয়েছিল দেশবাসীকে। ২০১৭ সালের সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। ভাইঝির মৃত্যুর পর শববাহী যান দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তাই শবদেহ কাঁধে চাপিয়েই বাড়ির পথ ধরলেন কাকা।
প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছত্তরপূর গ্রামে। জানা গিয়েছে চার বছরের এই শিশুকন্যাকে তাঁর কাকা ভর্তি করান বক্সাওয়া কমিউনিট হেলথ সেন্টারে। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা জেলা হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। ভর্তি করার কয়েক ঘণ্টার মধ্যে চার বছরের শিশুকন্যা মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এখানেই শেষ নয়। ভাইঝিকে প্রথম বাড়ি পরে বাড়ি থেকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুল্যান্স চেয়েছিলেন। তাঁর আর্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ সাড়া দিতে অস্বীকার করলে কাকা তার চার বছরের ভাইঝির দেহ কাঁধে করে বাড়ির দিকে নিয়ে হাঁটতে শুরু করেন। পথ চলতি একজন সেই করুণ দৃশ্য মোবাইলে ভিডিও রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই হৃদয় বিদারক দৃশ্য। যা দেখে মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে দুষছেন নেটিজেনরা।
read: বাংলায় তো কিছু হয়নি, জাতীয় সড়ক অবরোধ তুলে নিন – মমতা
twitter: বাংলায় তো কিছু হয়নি, জাতীয় সড়ক অবরোধ তুলে নিন – মমতা
madhya pradesh