ফের অর্থনৈতিক ভাবে চাপের মুখে পড়ল ভারত। করোনা ও পরবর্তী সময়ে বাণিজ্যক্ষেত্রগুলি নিয়ে চাপ ছিলই, পাশাপাশি পরবর্তী যুদ্ধের বাজারে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে এক সামগ্রিক সমস্যা তৈরি হয়। এ বার আরও দাম পড়ল ভারতীয় টাকার।
এক মার্কিন ডলারের নিরিখে ভারতীয় টাকার দাম হল ৭৭.৮০ টাকা, যা সর্বকালীন রেকর্ড বলেই জানাচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। স্বাভাবিক ভাবে এক উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে এই নিয়ে।
করোনা পরবর্তী সময়ে ডিজিপির অধোগতি, বিপুল সংখ্যায় মানুষের কাজ হারানো এবং এক অর্থনৈতিক সঙ্কটের চেহারা আগেই দেখেছে দেশ। তার মধ্যে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের মূল্য। স্বাভাবিক ভাবে দেশেও ক্রমাগত পেট্রল ও ডিজেলের মূল্য বৃদ্ধি ঘটেছে।
তার মধ্যে দেশে কয়েকদিন আগেই ফুড গ্রেইনের মধ্যে গম বিদেশে রফতানি আংশিক ভাবে বন্ধ করেছে ভারত। পাশাপাশি ভারতের পার্শ্ববর্তী দেশগুলির মধ্যে শ্রীলঙ্কা, পাকিস্তান আছে প্রবল অর্থনৈতিক দৈন্যে। এই অবস্থায় অর্থনৈতিক চাপ ভারতের নিত্যসঙ্গী। সেখানে আবারও মার্কিন ডলারের নিরিখে ভারতীয় টাকার দাম পড়ায় আরও একটু চাপে পড়ল ভারত।
economy
read: শীঘ্রই প্রকাশ পাবে ‘নিঃশব্দ বিপ্লব’ – অভিষেকের বই ঘিরে কৌতূহল চরমে
twitter: শীঘ্রই প্রকাশ পাবে ‘নিঃশব্দ বিপ্লব’ – অভিষেকের বই ঘিরে কৌতূহল চরমে