শুক্রবার অর্থাৎ ১০ই জুন রাজ্যসভার নির্বাচন। রাজ্যসভা নির্বাচনে ভোট দেওয়া হবে না দুই এনসিপি নেতা নবাব মালিক এবং অনিল দেশমুখ। বৃহস্পতিবার মুম্বইয়ের এক বিশেষ আদালত, তাদের একদিনের বিশেষ জামিনের আবেদন খারিজ করে দিল। মহারাষ্ট্রে দুই দশক পর ভোটাভুটি হবে রাজ্যসভা নির্বাচনে। ৬ আসনের মধ্যে ৫টি আসনের ফলাফল নিশ্চিত। ষষ্ঠ আসনটির জন্য জোর লড়াই বিজেপি আর মহা বিকাশ আগাড়ি জোটের মধ্যে। এই নির্বাচনে ভোট দেওয়ার জন্যই এনসিপির কারাবন্দি দুই বিধায়ক একদিনের জন্য জামিনের আবেদন করেছিলেন।
বিশেষ আদালত তাদের আবেদন খারিজ করে দিলেও, দুই নেতার সামনেই হাইকোর্টে আবেদন করার সুযোগ রয়েছে। মহারাষ্ট্র সরকারের অন্যতম মন্ত্রী নওয়াব মালিককে এক অর্থ পাচার মামলায় গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই থেকে তিনি কারাগারেই আছেন। অন্যদিকে আরেক এনসিপি নেতা তথা রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখও বর্তমানে এক অর্থ পাচারের অভিযোগে কারাগারে রয়েছেন। তাই সেখানেই বেঁধেছে জল্পনা। ভোট দিতে পারবেন না নবাব মালিক এবং অনিল দেশমুখ! টানটান উত্তেজনা রাজ্যসভার অঙ্ক নিয়ে।
read: এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্সে সবচেয়ে নীচে ভারত! – মুখ পুড়ল মোদী সরকারের
twitter: এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্সে সবচেয়ে নীচে ভারত! – মুখ পুড়ল মোদী সরকারের
elections