হাওড়ার অঙ্কুরহাটিতে ১১৬ নম্বর জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখাচ্ছে ইমাম-মোয়াজ্জেমদের অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বম্বে রোডে অবরোধ চলছে। তাতে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। বিজেপি মুখপাত্র নুপূর শর্মার নবী নিন্দার বিরুদ্ধে তীব্র অসন্তোষ জানিয়ে তাঁরা বসে পড়েছেন রাস্তায়। কুশপুতুল পুড়িয়ে, টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ প্রদর্শনের কারণে ভয়ানক দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ।
এ হেন পরিস্থিতিতে নবান্নে সাংবাদিক বৈঠকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ঘৃণার রাজনীতিকে আমরাও সমর্থন করি না। আমার প্রশ্ন হল, বাংলায় তো কিছু হয়নি। যা হওয়ার দিল্লীতে হয়েছে। তা হলে এখানে অবরোধ করছেন কেন? কারও রাগ হলে দিল্লী যান। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিক্ষোভ দেখান। বাংলা শান্তির জায়গা। সেখানে অবরোধ করে কেন মানুষকে বিব্রত করছেন! মুখ্যমন্ত্রী টুইট করে আজ মহম্মদের অবমাননার নিন্দা করেছেন।
সঙ্গে সাংবাদিক বৈঠকে এও বলেন, বাংলায় এই ধরনের ঘটনা ঘটেনি। এখানে এমন হলে আমরা গ্রেফতার করে নিতাম। এদিন অঙ্কুরহাটিতে জাতীয় সড়ক অবরোধ কারণে দ্বিতীয় হুগলি সেতু থেকে শুরু করে কয়েক হাজার গাড়ি আটকে পড়ে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, আমি সকাল থেকে নবান্নে বসে দেখছি, হাজার হাজার গাড়ি আটকে রয়েছে। অ্যাম্বুলেন্স আটকে রয়েছে, ফায়ার ব্রিগেড আটকে রয়েছে। মানুষের দুর্ভোগের কোনও সীমা নেই। জাতীয় সড়ক আটকে দেওয়া মানে বিস্তীর্ণ অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। এতে কার লাভ হচ্ছে! এদিনের সাংবাদিক বৈঠকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ইমাম অ্যাসোসিয়েশনের নামে অবরোধ করা হচ্ছে। কিন্তু ইমাম অ্যাসোসিয়েশন বলে কিছু নেই। ইমামদের নেতৃত্ব দেয় নাখোদা মসজিদ। এখানে একজন ব্যক্তি নিজেকে ইমাম অ্যাসোসিয়েশনের নেতা দাবি করে গণ্ডগোল পাকাচ্ছেন।
read: বিরাট-পর্ব শেষে একাধিক নেতা তৈরি করার দিকে মন দিয়েছেন নির্বাচকরা – বসছে অধিনায়কের রিজার্ভ বেঞ্চ
twitter: বিরাট-পর্ব শেষে একাধিক নেতা তৈরি করার দিকে মন দিয়েছেন নির্বাচকরা – বসছে অধিনায়কের রিজার্ভ বেঞ্চ
mamata banerjee