উত্তরবঙ্গে সমানতালে বৃষ্টি হয়ে চলেছে। তবে দক্ষিণে এখনও বৃষ্টির নাম গন্ধ নেই। এখনও দক্ষিণবঙ্গে অধরা বৃষ্টি। যদিও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলেই জানা গেছে। একইসঙ্গে চুড়ান্ত আর্দ্রতাজনিত সমস্যায় কষ্ট পাবে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গে তাপমাত্রা মোটের ওপর স্বাভাবিক থাকবে বলেই জানানো হয়েছে। যদিও আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে যে সমস্ত স্বস্তি কেড়ে নেবে আপেক্ষিক আর্দ্রতা। দক্ষিণের সব জেলায় সকাল নটার পর থেকেই অস্বস্তিতে থাকবে মানুষ। কলকাতায় দিনের তাপমাত্রা বেড়েছে।
কিন্তু উত্তরবঙ্গের পার্বত্য এলাকা যেমন তরাই এবং ডুয়ার্সে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি দুই দিনাজপুর ও মালদাতেও বৃষ্টি জারি থাকবে বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। শহরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেড়ে হয়েছে ৩৫.১ ডিগ্রি। একইসঙ্গে একলাফে রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি বেড়েছে। কাল রাতের তাপমাত্রা হঠাৎ করেই পৌঁছে যায় ২৯.৫ ডিগ্রিতে অর্থাৎ প্রায় তিরিশের কোঠায়। বর্ষা নিয়ে এখনও কোনো আশার কথা জানানো হয়নি আবহাওয়া দফতরের তরফে। বৃহস্পতিবার সকাল নটার পর থেকে কার্যত অসহনীয় পরিস্থিতি তৈরি হবে কোলকাতায়।
weather
read: ভাগবতের ‘শিবলিঙ্গ’ মন্তব্যের সমর্থন উদ্ধবের – নবী বিতর্কে বিজেপিকে দাগলেন তোপ