নূপুর শর্মা বিতর্কে উত্তেজনা চরমে। উত্তর প্রদেশের কানপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষও হয়ে গিয়েছে। এই আবহে হিন্দু গ্রামে ভিক্ষে করতে আসা ৩ মুসলিম ফকিরকে বেধড়ক মারধর করা হল। উত্তর প্রদেশের গোন্দা জেলার এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা গেছে, গ্রামের পথে ঘুরে ঘুরে ভিক্ষা করছিলেন একদল ফকির। হাঁটতে হাঁটতে তাঁরা ঢুকে পড়েন হিন্দু পাড়ায়৷ তখনই এক যুবক বাঁশ নিয়ে তেড়ে যায়। ফকিরদের নাম পরিচয় জানতে চায়৷ ভিডিওতে তাকে স্পষ্ট বলতে শোনা যায়, ‘আধার কার্ড বের কর ফটাফট৷ শালারা আতঙ্কবাদী৷ কী নাম?’
আধার কার্ড দেখাতে না পারায়, আশপাশ থেকে মন্তব্য শোনা যায়, ‘আরে আধার কার্ড সঙ্গে রাখবে তো৷’ আরেকজনকে বলতে শোনা যায়, ‘টাকা তুলে বিরিয়ানি খাবে ওরা।’ এরপরই ফকিরদের ‘জেহাদি’, ‘আতঙ্কবাদী’– এসব বলে কান ধরে উঠবোস করায় ওই যুবক৷ মারধরও করা হয়।
সম্প্রতি হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যে তোলপাড় পড়ে গিয়েছে দেশ তথা ইসলামিক দুনিয়ায়। অভিযোগ উঠেছে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর। এর মধ্যেই গোন্দা জেলায় মুসলিম ফকিরদের মারধরের ঘটনা সামনে এল।
uttar pradesh
read: নরওয়েতে সপ্তম রাউন্ডে দুরন্ত জয় আনন্দের, ধরে রাখলেন দ্বিতীয় স্থান – অন্যদিকে পরাজিত কার্লসেন
twitter: নরওয়েতে সপ্তম রাউন্ডে দুরন্ত জয় আনন্দের, ধরে রাখলেন দ্বিতীয় স্থান – অন্যদিকে পরাজিত কার্লসেন