ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশনার। আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ভোট গণনা হবে ২১ জুলাই। নয়া দিল্লিতেই হবে ভোট গণনা। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এই নির্বাচনে ভোট দেবেন মোট ৪,৮০৯ জন ভোটার। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুপুর তিনটেয় একটি সাংবাদিক সম্মেলনে ডাকা হয়েছিল। সেখানেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল।
২৪ শে জুলাই ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ২০১৭ সালে তৎকালীন বিহারের রাজ্যপাল রামনাথ কোভিন্দকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য প্রার্থী হিসেবে বেছে নিয়েছিল ভারতীয় জনতা পার্টি। ২১ জুলাই অনুষ্ঠিত হওয়া নির্বাচনে জিতে দেশের ১৪ তম রাষ্ট্রপতি হয়েছিলেন রামনাথ কোভিন্দ। নির্বাচনে হারিয়েছিলেন বিরোধী প্রার্থী তথা প্রাক্তন লোকসভা স্পিকার মীরা কুমারকে।
১৮ জুলাইয়ের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন ৭৭৬ জন সাংসদ ও ৪,১২০ জন বিধায়ক। এই নির্বাচনে মোট ভোটের মূল্য় হল ১০ লক্ষ ৯৮ হাজার ৯০৩। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র কাছে বিধায়ক ও সাংসদ মিলিয়ে মোট ভোটের ৪৮.৯ শতাংশ ভোট রয়েছে।
president election