নেতৃত্বের সুযোগ হাতছাড়া করে বিধ্বস্ত রাহুলের। দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামের ২২ গজে টস করতে যাওয়া হচ্ছে না। তার বদলে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যেতে হচ্ছে লোকেশ রাহুলকে। অনুশীলনে কুঁচকিতে চোট পেয়েছিলেন। সেটা রাহুলকে কেবল সিরিজ থেকেই ছিটকে দেয়নি, ঘরের মাঠে প্রথম বার দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগও কেড়ে নিয়েছে। অপ্রত্যাশিত এই ঘটনায় হতাশ রাহুল। রাহুলের সঙ্গে এনসিএ-তে যাচ্ছেন কুলদীপ যাদবও। সেখানেই তাঁদের চোটের চিকিৎসা এবং তার পর ফিটনেস ট্রেনিং হবে। কুলদীপ নেটে ব্যাট করার সময় হাতে চোট পেয়েছেন।
তাঁরা আবার কবে মাঠে নামতে পারবেন, তা নিয়ে নির্দিষ্ট ভাবে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতীয় দলে রাহুল এবং কুলদীপের পরিবর্ত হিসেবেও কোনও ক্রিকেটারকে ডাকা হয়নি। ভারতীয় শিবির ছাড়ার আগে ঋষভ পন্থ-সহ সতীর্থদের সিরিজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। টুইট বার্তায় রাহুলের হতাশা ফুটে উঠেছে। রাহুল লিখেছেন, ‘কঠিন হলেও এই চ্যালেঞ্জটা নিতেই হবে। দেশের মাটিতে প্রথম বার নেতৃত্ব দেওয়ার সুযোগ হারালাম। সতীর্থদের সকলকে পাশে পেয়েছি। ওদের হৃদয় থেকে ধন্যবাদ দিতে চাই। ঋষভ এবং অন্যদের সিরিজের জন্য শুভেচ্ছা। দ্রুত দেখা হবে আমাদের।’
cricket
read: ‘কাফের-জেহাদ-উম্মাহ-র ধারণা পাল্টাতে হবে মুসলিমদের – হুঁশিয়ারি আরএসএস নেতা রাম মাধবের
twitter: ‘কাফের-জেহাদ-উম্মাহ-র ধারণা পাল্টাতে হবে মুসলিমদের – হুঁশিয়ারি আরএসএস নেতা রাম মাধবের