নবী সম্বন্ধে বিজেপি নেত্রী নুপূর শর্মার মন্তব্য নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে সারা ভারতে। চরম নিন্দার মুখে মোদী সরকার। সমালোচনায় মুখর হয়েছে একাধিক দেশ ও রাষ্ট্রসংঘ। এবার বিজেপিকে কটাক্ষ করতে ছাড়লেন না মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বুধবার তিনি বলেছেন, বিজেপির কারণেই দেশকে আন্তর্জাতিক স্তরে একটি সমস্যাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। গত বছরের নভেম্বরে তাঁর মেরুদণ্ডের অস্ত্রোপচারের পরে মুম্বাইয়ের বাইরে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময়, উদ্ধব ঠাকরে বিজেপিকে আক্রমণ করে বলেছিলেন, “দেশে যখন মুদ্রাস্ফীতি বাড়ছে এবং টাকা নিম্নগামী হচ্ছে, তখন কোন মসজিদের নীচে কি রয়েছে তা খুঁজে বের করার উদ্বেগ রয়েছে বিজেপির।”
পাশাপাশি, উদ্ধব কাশ্মীরে সাম্প্রতিক হত্যার জন্য কেন্দ্রের নিন্দা করে বলেছেন, সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর মাধ্যমে মহারাষ্ট্রের ক্ষমতাসীন মহা বিকাশ আঘাদি (এমভিএ) নেতাদের হয়রানি করার পরিবর্তে, সন্ত্রাসবাদ দমনে অভিযান পরিচালনা করা উচিত। এবার নবী মোহাম্মদের বিরুদ্ধে বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপুর শর্মার করা বিতর্কিত মন্তব্যের বিষয়ে তিনি বলেন, “মধ্যপ্রাচ্য এবং আরব দেশগুলো আমাদের দেশকে নতজানু হয়ে ক্ষমা চাইতে বাধ্য করেছে। এর কারণ কী? ভারতকে ক্ষমা চাইতে হবে। দেশ কী করেছে? বিজেপি এবং তার মুখপাত্ররাই অপরাধ করেছে। বিজেপির মুখপাত্র বা বিজেপি যে কথাগুলো বলেছেন তা কোনও ইস্যুতে ভারতের অবস্থান হতে পারে না।” বিজেপি মুখপাত্র যে শব্দগুলো ব্যবহার করেছে, তা আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই দাবি করেছেন উদ্ধব।
nupur sharma
read: ‘নুপূর শর্মা বিতর্কে কেন্দ্রের ভূমিকা যথেষ্ট নয়’ – মোদী সরকারের সমালোচনায় সরব হামিদ আনসারি
twitter: ‘নুপূর শর্মা বিতর্কে কেন্দ্রের ভূমিকা যথেষ্ট নয়’ – মোদী সরকারের সমালোচনায় সরব হামিদ আনসারি