পরিবেশের মানের নিরিখে ১৮০টি দেশের তালিকায় সবচেয়ে নীচে ভারত। এমনটাই জানা গিয়েছিল এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স ২০২২-এ। তবে এবার সেই সূচককে অস্বীকার করল মোদী সরকার!
প্রসঙ্গত, এই এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স ২০২২ অনুযায়ী ১৮০ টি দেশের তালিকায় সবচেয়ে নীচে রয়েছে ভারত। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক বুধবার এই তালিকাকে অস্বীকার করে জানিয়েছে, এই তালিকা তৈরিতে ব্যবহৃত কিছু সূচক সম্পূর্ণ ‘অনুমান এবং অবৈজ্ঞানিক পদ্ধতির উপর ভিত্তি করে’ গৃহীত।
সম্প্রতি ইয়েল সেন্টার ফর এনভায়রনমেন্টাল ল অ্যান্ড পলিসি এবং সেন্টার ফর ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স ইনফরমেশন নেটওয়ার্ক, কলম্বিয়া ইউনিভার্সিটি জলবায়ু পরিবর্তনের কার্যকারিতা, পরিবেশগত স্বাস্থ্য এবং বাস্তুতন্ত্রের জীবনীশক্তির উপর দেশের বিচার করার জন্য ১১টি বিভাগে ৪০টি সূচক ব্যবহার করেছে।
তবে মোদী সরকারের পরিবেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে ‘সম্প্রতি প্রকাশিত এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স (ইপিআই) ২০২২ ভিত্তিহীন, এতে স্রেফ অনুমানের উপর ভিত্তি করে অনেক সূচক রয়েছে। কর্মক্ষমতা মূল্যায়নের জন্য ব্যবহৃত এই সূচকগুলির মধ্যে বেশ কিছুই অনুমান এবং অবৈজ্ঞানিক পদ্ধতির উপর ভিত্তি করে গৃহীত।’
read: নূপুর শর্মার মন্তব্যের জের – বিশ্বকাপে ভারতীয়দের প্রবেশে অনুমতি দিতে নারাজ কাতার
twitter: নূপুর শর্মার মন্তব্যের জের – বিশ্বকাপে ভারতীয়দের প্রবেশে অনুমতি দিতে নারাজ কাতার
central government