স্কুলে ক্লাস চলাকালীন ক্লাসরুমেই একটু সুখনিদ্রা দিচ্ছিলেন তিনি। শুধু তাই নয়। অনুগত এক পড়ুয়াকে দিয়ে হাতপাখার হাওয়াও করাচ্ছিলেন। সেই ঘটনারই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, এনডিএ শাসিত বিহারের এক সরকারি স্কুলের এমনই ভিডিয়ো দেখে সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র।
জানা গিয়েছে, ওই শিক্ষিকার নাম ববিতা কুমারী। বিহারের কাথারবা গ্রামের রাজকীয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ক্লাসে অল্প কয়েকজন পড়ুয়া বসে আছে। সবাই মেঝেতেই। চেয়ারে হেলান দিয়ে শিক্ষিকা। পেছনে দাঁড়িয়ে হাওয়া করছে এক পড়ুয়া। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সরব হয়েছেন নেটিজেনরা। সকলেই প্রশ্ন তুলেছেন, বিহারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ হেন পরিস্থিতি নিয়ে।
read: সরকারি হাসপাতালে মেলেনি শববাহী যান – বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভাইঝির দেহ কাঁধে নিয়ে বাড়ি ফিরলেন কাকা
twitter: সরকারি হাসপাতালে মেলেনি শববাহী যান – বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভাইঝির দেহ কাঁধে নিয়ে বাড়ি ফিরলেন কাকা