মঙ্গলবার রাজ্যে এসেছেন জে পি নাড্ডা। বুধবার সকাল থেকে একাধিক কর্মসূচিতে শামিল হয়েছেন তিনি। টানাপোড়েনের মাঝেই দলের নির্দেশে তাঁর সফরের সঙ্গী হয়েছেন দিলীপ ঘোষ। এরই মাঝে গতকাল ফেসবুকে একটি ছবি পোস্ট করেন দিলীপ। তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
দিলীপের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, নিচে রাখা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রাসবিহারী বসু-সহ বিশিষ্টজনদের ছবি। তাঁদের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে। তবে তাঁদের ছবির উপরে একটি ব্যানার, সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ছবি। তাতে লেখা, ‘ওয়েলকাম জে পি নাড্ডা’। এই ছবি পোস্ট করে দিলীপ ঘোষ লিখেছেন, ‘চন্দননগরের রাসবিহারী বসু গবেষণা ইনস্টিটিউটে, বিপ্লবী রাসবিহারী বসুকে সম্মান জানালাম ও শ্রদ্ধাজ্ঞাপন করলাম’।
দিলীপ ঘোষের এই পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই বিতর্ক দানা বেঁধেছে। রাসবিহারী বসুর মতো ব্যক্তিত্বদের ছবির উপরে কেন জে পি নাড্ডার ব্যানার টানানো হল, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায়য় ক্ষোভ উগরে দিয়েছেন বহু মানুষ। কেউ লিখেছেন, ‘রাসবিহারী বসুকে নিচে আর জে পি নাড্ডা সাহেবকে উপরে রেখে আপনার শ্রদ্ধা নিবেদনকে ধিক্কার জানাই। লজ্জা লাগা উচিত আপনার’। কেউ আবার লিখেছেন, ‘খুবই অবাক লাগছে একজন বিপ্লবীর ছবির ওপর জে পি নাড্ডার ছবি দেখে। এটাই বিজেপির সংস্কৃতি যারা আপন স্বার্থসিদ্ধি ছাড়া কিছুই বোঝে না। ধিক্কার জানাই। ছিঃ’। কেউ আবার উদ্যোক্তাদের সচেতন হওয়ার কথা বলেছেন।
read: বাংলা পৌঁছবে বিশ্বের দরবারে – ৪৩টি পণ্যের ভৌগোলিক স্বত্ব পেতে উদ্যোগী রাজ্য
twitter: বাংলা পৌঁছবে বিশ্বের দরবারে – ৪৩টি পণ্যের ভৌগোলিক স্বত্ব পেতে উদ্যোগী রাজ্য
jp nadda