চীনা আগ্রাসন নিয়ে মোদী সরকারের নির্দিষ্ট কোনও নীতি নেই। চীনকে ভয় পেয়ে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস করছে তারা। বারবারই কেন্দ্রের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে আসছে বিরোধীরা। এরই মধ্যে ফের একবার প্যাংগং হ্রদের আশেপাশে নির্মাণকাজ শুরু করে দিয়েছে চীনের সেনাবাহিনী। সাম্প্রতিক উপগ্রহ চিত্রেই চীনের এই কর্মকাণ্ড ধরা পড়েছে। জানা গিয়েছে, লাদাখের কাছেই অবস্থিত আকসাই অঞ্চলে এই নির্মাণকাজ শুরু করেছে চীন। মার্কিন সেনার এক জেনারেল এই দাবি করলেন। তিনি জানিয়েছেন, বেশ কিছু পরিকাঠামো যথেষ্ট উদ্বেগজনক।
মার্কিন কম্যান্ডিং জেনারেল চার্লস এ ফ্লিন জানান, সাম্প্রতিক উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে লাদাখের কাছে হিমালয় পার্বত্য অঞ্চলে চিনা সেনাবাহিনী ফের একবার পরিকাঠামো নির্মাণের কাজ শুরু করেছে। চীনের এই গতিবিধিকে তিনি উদ্বেগজনক ও অস্থিতিশীল আচরণ বলেই অ্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘আমার মনে হয় চিনের এই গতিবিধি উদ্বেগজনক। পশ্চিমী থিয়েটার কম্যান্ড অঞ্চলে চিন যে পরিকাঠামো গঠন করছে, তা যথেষ্ট উদ্বেগজনক।’ চীনের এই গতিবিধি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অঞ্চলের স্থিতাবস্থাকে বিঘ্নিত করবে বলেই উল্লেখ করেন তিনি। চীনের এই দুর্নীতিপরায়ণ আচরণের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করার কথাও বলেন তিনি।
read: ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন, ভোট গণনা ২১ জুলাই – দিনক্ষণ ঘোষণা করল কমিশন
twitter: ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন, ভোট গণনা ২১ জুলাই – দিনক্ষণ ঘোষণা করল কমিশন
ladakh