বিজেপি নেত্রী নুপূর শর্মার নবী-বিষয়ক মন্তব্য নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু বিতর্কের ঝড়। প্রবল নিন্দার মুখে পড়েছে মোদী সরকার। তীব্র অসন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ ও ইসলামিক দেশগুলি। এবার সেপ্রসঙ্গে মুখ খুললেন ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। বুধবার মোদী সরকারকে খোঁচা দিয়ে তিনি ইঙ্গিত দিলেন, নবী-বিতর্কে কেন্দ্রের ভূমিকা যথেষ্ট নয়। বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মার নবী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের নিন্দা করেছে ১৫টিরও বেশি ইসলামিক দেশ।
উল্লেখ্য, এই দেশগুলির দ্বারা তলব করা ভারতীয় রাষ্ট্রদূতরা প্রতিক্রিয়া জানিয়েছেন যে এটি কোনও নির্দিষ্ট মানুষের দৃষ্টিভঙ্গি এবং সরকারের নয়। ক্ষমতাসীন দল এই সব নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলেও তারা উল্লেখ করেছেন। দলটি একটি জোরালো বিবৃতি জারি করে বলেছে যে এটি কোনও মতাদর্শের বিরুদ্ধে কঠোরভাবে যা কোন সম্প্রদায় বা ধর্মকে অবমাননা করে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে আনসারি জানান, “দূতাবাসের জন্য বিবৃতি জারি করা যথেষ্ট নয়। সরকারী মুখপাত্রের পক্ষে একটি স্পষ্টীকরণ জারি করা যথেষ্ট নয়। এটি একটি উপযুক্ত রাজনৈতিক স্তরে মোকাবিলা করা উচিত ছিল।” স্বাভাবিকভাবেই এই মন্তব্য চাপে ফেলেছে কেন্দ্রকে।
nupur sharma
read: নাড্ডার আগমনের আগে হুগলির পদ্ম নেতাকে আঙুল উঁচিয়ে ধমক লকেটের – ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
twitter: নাড্ডার আগমনের আগে হুগলির পদ্ম নেতাকে আঙুল উঁচিয়ে ধমক লকেটের – ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব