বহুদিন ধরেই বিরাটের ব্যাটে যে খরা চলছে, সে কথা তো কারুর অজানা নয়। সেই নিয়ে বহু আলাপ আলোচনা জল্পনা কল্পনা চলছে। এবার বিতর্ক উঠে আসছে, কোহলি আর বাবরের মধ্যে সেরা কে? দু’জনের মধ্যে কে সেরা, তা নিয়ে বিতর্ক থাকবেই। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে বিরাট কোহলি বার বার পিছিয়ে পড়ছেন বাবর আজমের কাছে। বুধবার কোহলিকে ফের টেক্কা দিলেন বাবর। অধিনায়ক হিসাবে এক দিনের ক্রিকেটে দ্রুততম ১০০০ রান করলেন তিনি। এই নজির আগে ছিল কোহলির।
শতরান করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে দলকে জেতালেন বাবর। ২০১৭-এ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে অধিনায়ক হিসাবে দ্রুততম ১০০০ রানের রেকর্ড করেছিলেন কোহলি। তাঁর লেগেছিল ১৭টি ইনিংস। বুধবারের ম্যাচের আগে কোহলিকে টপকে যেতে বাবরের দরকার ছিল ৯৮ রান। হাতে ছিল চারটি ইনিংস। তিনি শতরান করায় সহজেই কোহলিকে টপকে যান। অধিনায়ক হিসাবে ১৩ ইনিংসে বাবর ১০০৫ রান করলেন। গড় ৯১.৩৬ এবং স্ট্রাইক রেট ১০৩.৭১। মোট ছ’টি শতরান এবং তিনটি অর্ধশতরান করেছেন তিনি।
virat kohli
read: এবার অসন্তোষ প্রকাশ করল রাষ্ট্রসঙ্ঘও – নূপুর-কাণ্ডে চরম অস্বস্তিতে মোদী সরকার
twitter: এবার অসন্তোষ প্রকাশ করল রাষ্ট্রসঙ্ঘও – নূপুর-কাণ্ডে চরম অস্বস্তিতে মোদী সরকার