সদ্য ফরাসী ওপেন জিতে এসেছেন তিনি। বাঁ-পায়ের চোট নিয়েই পুরো প্রতিযোগিতায় দাপিয়ে খেলেছেন রাফায়েল নাদাল। এবার প্যারিস থেকে বাড়ি ফিরেই বাঁ পায়ের চোট সারানোর প্রক্রিয়া শুরু করে দিলেন রাফা। প্রস্তুতি শুরু হয়ে গেল উইম্বলডনেরও। আগামী ২৭শে জুন থেকে শুরু হচ্ছে উইম্বলডন।
ফরাসী ওপেনের ফাইনালে ক্যাসপার রুদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই নাদাল জানিয়েছিলেন, কী ভাবে অবশ পা নিয়ে গোটা প্রতিযোগিতায় খেলেছিলেন তিনি। সেই চোট সারাতে প্যারিস থেকে বার্সেলোনায় গিয়েছিলেন নাদাল। সেখানে ‘পালস্ড রেডিয়োফ্রিকোয়েন্সি স্টিমুলেশন’ হয় তাঁর। এখন তিনি মায়োরকায় নিজের বাড়িতে ফিরেছেন। এই চিকিৎসার মাধ্যমে স্নায়ুর ব্যথা কমানো হয়। সাময়িক ভাবে নাদালের চোটকে অবশ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই চিকিৎসার মাধ্যমে।
উল্লেখ্য, মুলার-ওয়েইস সিনড্রোমে ভুগছেন নাদাল। রোগটি বিরল। তিনি আগেই জানিয়েছিলেন, যদি শরীর ঠিক থাকে তবেই উইম্বলডনে নামার ঝুঁকি নেবেন। বুধবার নাদালের মুখপাত্র জানিয়েছেন, “রাফা এখন বাড়িতে। আপাতত স্বাভাবিক ভাবেই তিন-চার দিন থাকবে। অল্প শারীরিক চর্চা করতে পারে। এই চিকিৎসার প্রভাব কতটা পড়েছে, তার উপর ভিত্তি করে অনুশীলনে ফিরবে ও। ইতিবাচক প্রভাব দেখা গেলে তবেই অনুশীলনে ফিরতে পারে। যদি কাজ না হয়, পরের সপ্তাহে আরও একটি চিকিৎসা হতে পারে।”
wimbledon 2022
read: টুইটারে ঘৃণাভাষীদের ফলো না করে খানিক সুবুদ্ধি দিন – নূপুর ইস্যুতে মোদীকে খোঁচা নাসিরুদ্দিন শাহের
twitter: টুইটারে ঘৃণাভাষীদের ফলো না করে খানিক সুবুদ্ধি দিন – নূপুর ইস্যুতে মোদীকে খোঁচা নাসিরুদ্দিন শাহের