উত্তরবঙ্গ সফর থেকে চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের তাঁদের বেতন বাড়ানোর কথা জানালেন তিনি। একধাক্কায় তাঁদের বেতন বাড়ানো হচ্ছে ১৫ শতাংশ।
বুধবার আলিপুরদুয়ারের হাসিমারায় গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সভার মঞ্চ থেকেই চা শ্রমিকদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মমতা। জানিয়েছেন, একধাক্কায় তাঁদের বেতন বাড়ানো হচ্ছে ১৫ শতাংশ। এই বেতন বৃদ্ধি অন্তর্বর্তীকালীন।
এদিনের সভামঞ্চ থেকে বাম জমানায় চা শ্রমিকদের প্রতি বঞ্চনার ইতিহাস তুলে ধরেন তৃণমূল নেত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বাম আমলে চা শ্রমিকরা দিনপ্রতি ৬৭ টাকা বেতন পেতেন। বর্তমানে দিনপ্রতি তাঁরা বেতন পান ২০২ টাকা। এবার সেই বেতন আরও ১৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
শুধু তাই নয়, ‘চা সুন্দরী’ প্রকল্পে শ্রমিকদের জন্য বাড়ি তৈরির প্রতিশ্রুতিও দেন তিনি। একইসঙ্গে আদিবাসীদের দ্রুত জমির পাট্টা বিলির কথাও জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আদিবাসীদের জমির মালিক শুধু আদিবাসীরাই। তাঁদের জমি কেউ কেড়ে নিতে পারবে না’।
mamata