বিশ্বের নানা ঘটনার প্রভাব পড়েছে ভারতে। যুদ্ধের জেরে সার্বিক ভাবে সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে দেশে বেড়েছে মূল্যবৃদ্ধি। সেই মূল্যবৃদ্ধি ঠেকাতেই এবার ফের রেপো রেট বাড়ালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সাধারণ মানুষের পকেটে টান বাড়িয়ে মে মাসের পর জুনেও রেপো রেট বৃদ্ধি করল আরবিআই। এই নিয়ে পরপর দু মাস রেপো রেট বৃদ্ধি করল তারা।
বুধবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানান, ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করল আরবিআই। মানিটারি পলিসির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এরফলে আরবিআইয়ের রেপো রেট ৪.৪০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪.৯০ শতাংশ। যার জেরে বিভিন্ন ব্যাঙ্কের লোনের ইএমআইগুলি আরও মহার্ঘ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। ফলে সরাসরি কোপ পড়বে সাধারণ মানুষের পকেটে। কারণ এই রেপো রেট বৃদ্ধির ফলে সব ধরনের ঋণেরই সুদের হার আরও বাড়বে এবং ফলস্বরূপ সাধারণ মানুষের উপর ইএমআই-এর বোঝা আগের চেয়ে বেশি হবে।
