মোদী সরকারের জমানায় দেশজুড়ে অব্যাহত আগুন-দামের জের। কার্যত নাভিশ্বাস উঠেছে অমজনতার। পেট্রোপণ্যের দাম কিছুটা কমতেই হাজির অন্য সমস্যা। এবার এক মাসের ব্যবধানে ফের ব্যাঙ্ক ঋণে সুদের হার (রেপো রেট) বৃদ্ধির সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক৷ যার ফলে নতুন করে বাড়তে পারে বাড়ি-গাড়ির ঋণে সুদের হার৷ ফের মাথায় হাত মধ্যবিত্তে শ্রেণীর৷ নয়া সুদের হার বৃদ্ধির এই ঘোষণা বুধবার অনলাইনে লামনে এনেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।
উল্লেখ্য, দেশের রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদী ঋণ দেয় তাকে ব্যাঙ্কের পরিভাষায় বলা হয় রেপো রেট৷ এর আগে গত ৪ঠা মে রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৪.৪ শতাংশ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। ফের এক মাসের ব্যবধানে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হচ্ছে। যার ফলে নতুন রেপো রেট বেড়ে দাঁড়াল ৪.৯ শতাংশ। স্বাভাবিকভাবেই জনমানসের মধ্যে মাথাচাড়া দিয়েছে দুশ্চিন্তা।
banking
read: মোদীর ঘরে বিজেপিকে চ্যালেঞ্জ আপের – গুজরাত জয়ে কেজরির টার্গেট পতিদার ভোট