এবার আন্তর্জাল-ময়দানেও নজির গড়লেন বিরাট কোহলি। ইনস্টাগ্রামে তাঁকে এখন ফলো করছেন ২০ কোটি মানুষ। প্রথম ভারতীয় হিসেবে ইনস্টাগ্রামে ২০ কোটি অনুসরণকারী হল বিরাটের। দেশের সব ক্ষেত্রের সব খ্যাতনামাদের ছাপিয়ে গেলেন তিনি। সারা বিশ্বের ক্রিকেটারদের মধ্যে ইনস্টাগ্রাম অনুসরণকারীর সংখ্যায় শীর্ষে রয়েছেন বিরাটই।
উল্লেখ্য, বিশ্বের ক্রীড়াবিদদের মধ্যে তাঁর স্থান তৃতীয়। প্রথম দু’টি স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। ইনস্টাগ্রামে তাঁদের অনুসরণকারীর সংখ্যা যথাক্রমে ৪৫ কোটি (৪৫০ মিলিয়ন) এবং ৩৩.৩ কোটি (৩৩৩ মিলিয়ন)। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভক্ত, অনুরাগীদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন বিরাট। লিখেছিন, “২০০ মিলিয়নের শক্তি। ইনস্টায় আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।”
virat kohli
read: চাকরির পাশাপাশি রেণুর কৃত্রিম হাতেরও ব্যবস্থা করবে মমতা সরকার – খরচ দেবে চিকিৎসারও