পিত্তথলিতে জমেছে পাথর। কলকাতায় এসেই অসুস্থ হয়ে পড়লেন কোচ ভিকুনা। কলকাতায় দ্বিতীয় ইনিংসের শুরুটা ভাল হল না কিবু ভিকুনার। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের কোচ হয়ে শহরে এসেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। হাসপাতালে ভর্তি করানোর পর বুধবার তাঁর অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি স্থিতিশীল। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে। ফলে এখন বেশ কিছু দিন কোচিং করাতে পারবেন না। সপ্তাহখানেক আগে ভিকুনা এসেছিলেন কলকাতায়। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে দেখা গিয়েছিল জনসমুদ্র। এক দিন বিশ্রামের পরেই তিনি অনুশীলনে নেমে পড়েছিলেন। কিন্তু পোল্যান্ডের মতো ঠান্ডা জায়গা থেকে কলকাতার গরমে এসে মানিয়ে নিতে পারেননি।
দু’দিন আগে অসুস্থ হয়ে পড়েন। ক্লাবের তরফে কোনও ঝুঁকি নেওয়া হয়নি। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে বিভিন্ন পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষা করাতে গিয়েই তাঁর পিত্তথলিতে পাথর ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছে। ক্লাবের সচিব মানস ভট্টাচার্য জানিয়েছেন, দু’দিন পরেই হাসপাতাল থেকে ভিকুনার ছাড়া পাওয়ার কথা। তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছে। দৌড়োদৌড়ি করা বারণ। মানস জানালেন, দ্রুত মাঠে ফিরতে পারেন ভিকুনা। আপাতত মাঠের ধারে বসেই দলকে অনুশীলন করাতে পারেন। ততদিন সহকারিরা দায়িত্ব পালন করবেন বলে জানা গিয়েছে।
vicuna
read: বর্ষায় বাড়তে পারে ডেঙ্গু – রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিকে প্লেটলেট মজুত রাখার নির্দেশ দিল স্বাস্থ্যভবন