চলতি বছরের শেষেই হাই-প্রোফাইল গুজরাট বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগেই বিরোধী শিবিরকে জোর ধাক্কা দিয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন পাতিদার নেতা হার্দিক প্যাটেল। ভোটের আগে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসের দুর্বলতার সুযোগ নিয়ে বিজেপির বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।
বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই গুজরাতের মেহসানা জেলায় সুবিশাল রোড শো করেন দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সর্বোচ্চ নেতা কেজরি। রোড শো থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন দিল্লীর মুখ্যমন্ত্রী। কেজরির দাবি, বিজেপির একমাত্র ওষুধ আম আদমি পার্টি। আপ শীর্ষনেতা এদিন বলেন, ‘বিজেপির বিরুদ্ধে কথা বলতে মানুষ ভয় পাচ্ছে। মানুষ যদি বিজেপির বিরুদ্ধে কোনও কথা বলে, তবে তাদের মারধর করা হয় অথবা হুমকি দেওয়া হয়। ভয় পাওয়ার কোনও দরকার নেই, গুজরাতে বদল আসন্ন’।
দিল্লীর পর সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে পাঞ্জাবের মসনদ দখল করেছে আম আদমি পার্টি। পাঞ্জাব জয়ের পর আপ তথা কেজরির আত্মবিশ্বাস এখন তুঙ্গে। একের পর এক রাজ্যে দলের বিস্তার ঘটানোর চেষ্টায় কোনও খামতি রাখছেন না কেজরি। পশ্চিমের এই রাজ্যে দীর্ঘ সফরের পর কেজরীবাল বলেন, ‘বিজেপির একমাত্র প্রতিষেধক আম আদমি পার্টি।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে দাঁড়িয়ে কাশ্মীরের বর্তমানে পরিস্থিতি এবং একের পর এক খুনের ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশান করেন তিনি। দিল্লীর মুখ্যমন্ত্রীর গলায় কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে চিন্তার সুর শোনা গিয়েছিল। তিনি বলেন, ‘কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যা ঘটছে সেটা ঠিক নয়। বিগত ৩০ বছরে কাশ্মীরি পণ্ডিতদের দু’বার অন্য জায়গায় চলে যেতে হয়েছে, এবং আশ্চর্যজনকভাবে দু’বারই বিজেপি ক্ষমতায় ছিল। সরকারের কাছে আমার আবেদন, যে কোনও মূল্য তাদের নিরাপত্তা দেওয়া হোক’।