বাংলায় ক্ষমতায় আসার পর থেকেই বরাবর নারী ক্ষমতায়নের দিকে বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একে একে তিনি চালু করেছেন কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প। এবার ত্রিপুরাতেও মহিলাদের ক্ষমতায়নে নজর দিল তাঁর দল। আসন্ন ২৩ জুনের উপনির্বাচনের জন্য দুই মহিলা প্রার্থীকে নির্বাচনের প্রার্থী করেছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল৷ সর্বভারতীয় তৃণমূলের শীর্ষ নেতারা এবং উপনির্বাচনের প্রার্থীদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে গত বছর পুরসভা ভোটের সময়েও একাধিক কেন্দ্রে মহিলা প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মহিলাদের প্রতি আস্থা রাখার বার্তা বিভিন্ন সময় দিয়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা বিধানসভা আগে, উপনির্বাচনে সেই বার্তা আর একবার দিল তৃণমূল।
ভোট প্রচারেও মহিলাদের একাধিক ইস্যু তুলে ধরবে তৃণমূল। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক বলেছেন, ‘আমরা সুরমা ও যুবরাজনগরে দুইজন যুব প্রার্থী এবং আগরতলা ও টাউন বড়দোয়ালীতে দুইজন মহিলা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা রাজ্যের বিজেপি সরকারের অপশাসনের বিরুদ্ধে ক্রমাগত লড়াই করছি৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন মহিলাদের ক্ষমতায়নের করার জন্য, যার ফলে টাউন বড়দোয়ালীতে প্রার্থী পরিবর্তন হয়েছে৷ তিনি বিশেষত মহিলাদের জন্য ৫০ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য কমপক্ষে দুজন মহিলা প্রার্থী দিতে আমাদের বলেছিলেন। সংহিতা বন্দোপাধ্যায় এখন এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’