অব্যাহত মোদী সরকারের বাংলা-বঞ্চনা। একশো দিনের কাজের পাওনা টাকা এখনও মেটানো হয়নি। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। এবার সেই পাওনা মেটানোর দাবিতে এবং পুনরায় একশো দিনের কাজ চালুর দাবিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা করল তৃণমূল কংগ্রেস। সোমবার মালদহ জেলার মালতিপুর বাসষ্ট্যান্ড এলাকায় এই প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সীর নেতৃত্বে এদিন মিছিলে হাঁটেন বহু তৃণমূল কর্মী সমর্থক।
সোমবারের প্রতিবাদ কর্মসূচী থেকে বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, “রাজ্য সরকারকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে একশো দিনের কাজ। একশো দিনের কাজ কেবলমাত্র তৃণমূল কংগ্রেস কর্মীরা করেন না। খেটে খাওয়া মানুষ, শ্রমিক, এই কাজ করেন। কংগ্রেস বিজেপি তৃণমূল সব দলের গরীব মানুষ একশো দিনের কাজ করেন। কেন্দ্র সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। পাশের বাড়ির লোকটা না খেয়ে মরবে আর ওরা বিজেপির ঝান্ডা নিয়ে এলাকায় ঘুরে বেড়াবে এটা হতে পারে না। সেই কারণে আমি এই প্রশ্ন তুলেছি। আমরা গরীব মানুষের, খেটে খাওয়া মানুষের কথা বলছি।” এর আগেও, কেন্দ্র একশো দিনের কাজের টাকা দিচ্ছে না বলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৯শে মে দুর্গাপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ৫ ও ৬ই জুন রাজ্যের ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করার নির্দেশ দিয়েছিলেন দলীয় নেতা কর্মীদের। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনে রবিবারের মত সোমবারও রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করলেন নেতা-কর্মীরা।