এর আগে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবকে সমর্থন জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে গিয়ে অখিলেশের সমর্থনে সভাও করেছিলেন তিনি। এবার তৃণমূল নেত্রীর দেখানো পথেই হাঁটলেন সোনিয়া ও রাহুল গান্ধীরা। উপনির্বাচনে অখিলেশকে জোটের বার্তা এআইসিসির। রাজ্যের আজমপুর ও রামপুর লোকসভা আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে না তারা। বিধানসভায় ভোটে জয়ের পর আজমপুর আসনটি অখিলেশ ও রামপুর ছেড়ে দেন দলের বর্ষীয়ান নেতা আজম খান। তখন জোট না হলেও এবার কংগ্রেসের প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত আগামীদিনের জোটের বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, চলতি বছর রাষ্ট্রপতি নির্বাচন। এবং তার পরের বছরেই উপরাষ্ট্রপতি নির্বাচন এবং চব্বিশে লোকসভা ভোট। আর সেদিকে নজরচ্রেখেই দিল্লী সফরে এসে ইতিমধ্যেই বিজেপি বিরোধী জোটের সলতে পাকিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকবার অখিলেশের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে কথাও বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের ভোটে অখিলেশের সমর্থনে সভাও করেন তৃণমূল নেত্রী। এবার এই দুই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত আদতে মমতার বিজেপি বিরোধী লাইনকেই সোনিয়াদের সমর্থন বলে মনে করা হচ্ছে।