একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেছিলেন তিনি। অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। অবশেষে এবার গ্রেফতার রোদ্দুর রায়। গোয়ায় ছিলেন তিনি। সেখান থেকেই এদিন তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
রোদ্দুর রায়ের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নিয়ে অশ্লীল ইঙ্গিত করেছেন তিনি। অশ্লীলভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে। এই অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে রোদ্দুর রায়ের বিরুদ্ধে। তারপর পদক্ষেপ করল পুলিশ। গোয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, রোদ্দুর রায় একজন ইউটিউবার। সোশ্যাল মিডিয়ায় বরাবরই তিনি ঠোঁটকাটা। অশ্লীল কথাবার্তাও বলেই থাকেন। তাঁকে যাঁরা ফলো করেন তাঁরা জানেন রোদ্দুর রায়ের মুখে কোনও লাগাম নেই। বিতর্কের সূত্রপাত কিছুদিন আগে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাঁর সাহিত্য সাধনার জন্য বাংলা আকাদেমি সম্মান লাভ করেছিলেন, তখন সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করেছিলেন তিনি।
কিন্তু তা করতে গিয়ে শালীনতার মাত্রা অতিক্রম করেন তিনি। নাম না করেই এমন কুরুচিকর ভাষায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন যে তার নিন্দা করেছিলেন অনেকেই। এরপর রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন তৃণমূল কর্মীরা। কিন্তু তারপরেও কুরুচিকর আক্রমণ চালিয়েই যাচ্ছিলেন রোদ্দুর রায়। নিশানা করেন অভিষেককেও। ফলে আবার এফআইআর হয়। অবশেষে এবার গ্রেফতার করা হল তাঁকে।