লাগামছাড়া ফি বৃদ্ধি-সহ নানান বিষয়ে যথেচ্ছাচার নিয়ন্ত্রণে এবং বেসরকারি স্কুলের দৌরাত্ম্য রুখতে এবার কমিশন গড়তে চলেছে রাজ্যের তৃণমূল সরকার। যার মাথায় থাকবেন অবসরপ্রাপ্ত কোনও বিচারপতি। যতদূর ইঙ্গিত, রাজ্য বিধানসভার আগামী বাদল অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ হতে পারে।
প্রসঙ্গত, বেসরকারি স্কুলের ‘তুঘলকি আচরণে’ লাগাম দিতে নিয়ন্ত্রক কমিশন তৈরির আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সম্প্রতি চিঠি পাঠিয়েছে অভিভাবকদের একটি সংগঠন। ২৮ মে’র সেই চিঠির আর্জি, বেসরকারি স্কুলগুলির ব্যবসায়িক মনোভাব ও দৌরাত্ম্যে রাশ দিতে অবিলম্বে আইন প্রণয়ন এবং হাইকোর্টের বিচারপতি ও শিক্ষাবিদদের নিয়ে একটি রেগুলেটরি কমিটি গঠন করা হোক।
সূত্রের খবর, বিষয়টিকে নবান্ন যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। স্থির হয়েছে, বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমের অনায্য বিলের মতো বেসরকারি স্কুলেও যদি ফি বা অন্য কিছু নিয়ে অনিয়মের কোনও অভিযোগ আসে, তা প্রস্তাবিত ওই কমিশনে পেশ করা যাবে। স্কুল ও অভিযোগকারীকে শুনানিতে ডেকে নিষ্পত্তি করবে কমিশন।