সাম্প্রতিক কালে একের পর এক মামলায় রাজ্য সরকার এবং তার প্রতিনিধিদের বিরুদ্ধে রায় দিয়েছেন তিনি। কিন্তু এবার সেই তাঁর মুখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের প্রশংসা। কথা হচ্ছে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
ক্যানসার আক্রান্ত এসএসসি আন্দোলন কর্মী সোমা দাসকে শিক্ষকতার চাকরি দেওয়ার জন্য মঙ্গলবার ভরা আদালতে তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এদিন হাইকোর্টে বিচারপতি অভিজিৎ বললেন, ‘আমি একটা অনুরোধ করেছিলাম। সেটা কার্যকর করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আমি খুশি হয়েছি।’ প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর সামনে গত এক মাসে একাধিক প্রস্তাব রেখেছেন বিচারপতি অভিজিৎ। মঙ্গলবার যে অনুরোধের কথা বিচারপতি অভিজিৎ জানিয়েছেন, সেই অনুরোধ তিনি করেছিলেন ক্যানসার আক্রান্ত এসএসসি আন্দোলনকর্মী সোমা দাসের চাকরির জন্য। বিচারপতি জানিয়েছেন, ওই অনুরোধ রাখতে রাজ্য সরকার যে ব্যবস্থা নিয়েছে তার জন্য তিনি খুশি।