চোখের চিকিৎসা করাতে দুবাই গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর উপর নজরদারি চালাতে আমিরশাহি সরকারকে চিঠি দেয় ইডি। সেই প্রসঙ্গে দুবাই থেকেই মোদী সরকারকে তোপ দাগলেন অভিষেক। কটাক্ষ করে তিনি বলেন, ‘মালিয়া-মোদীর উপর নজর রাখলে দেশের ৩০ হাজার কোটি টাকা বাঁচত’।
টুইটে অভিষেক লিখেছেন, ‘আমার উপর নজর রাখার মতো নরেন্দ্র মোদী যদি একই নিষ্ঠা, উদ্যম দেখিয়ে বিজয় মালিয়া আর নীরব মোদীর উপর নজর রাখতেন তাহলে দেশের মানুষের ৩০ হাজার কোটি টাকা বাঁচত’। সেইসঙ্গে অভিষেক আরও লিখেছেন, ‘তারা (কেন্দ্রীয় সরকার) ভুলে যাচ্ছে যে, আমার উপর তারা নজর রাখতে পারে কিন্তু মানুষ তাদের উপর নজর রাখছেন’।
অভিষেক চিঠি দিয়ে ইডিকে জানান, চোখের চিকিৎসার জন্য তাঁকে দুবাই যেতে হবে। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি তাঁকে প্রথমে সেই অনুমতি দেয়নি। তাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। হাইকোর্ট অভিষেককে দুবাই যাওয়ার ব্যাপারে অনুমতি দেয়।