মমতা উত্তরবঙ্গ সফরে যাওয়ার দু’দিন আগে তাঁকে উত্তরবঙ্গের মাটিতে পা রাখতে বারণ করে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন কেএলও প্রধান জীবন সিংহ। সাত মিনিটের ভিডিও বার্তায় কেএলও প্রধান মুখ্যমন্ত্রীকে উত্তরবঙ্গের মাটিতে পা রাখতে বারণ করার পাশাপাশি প্রাণহানির হুমকিও দেন। বলেন, কোচ-কামতাপুরের বাসিন্দাদের ওপর আক্রমণ বন্ধ না করা হয় তাহলে ‘রক্তগঙ্গা’ বইবে।
আজ, মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে আলিপুরদুয়ার পৌঁছেই তাঁকে পালটা দিলেন তৃণমূল নেত্রী। মমতার বার্তা, ‘ক্ষমতা থাকলে বন্দুক ঠেকাও। তোমাদের বন্দুক আমি ভোঁতা করে দিতে জানি। ওসব বন্দুক আমাকে দেখিও না। ওইরকম অনেক বন্দুক আমি দেখেছি।’ মুখ্যমন্ত্রী কারও নাম না করলেও, বুঝে নিতে অসুবিধা হয় না, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের লক্ষ্য জীবন সিংহ। তিনি এদিন আরও দাবি করেন, এই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সমর্থন করছে বিজেপি। তিনি বলেন, ‘এসব যা হচ্ছে, বিজেপির প্রশ্রয়ে হচ্ছে। বিজেপি এসব করাচ্ছে।’