অভিনয় ও রাজনীতির পাশাপাশি পড়াশোনা শুরু করতে চলেছেন সোহম চক্রবর্তী? জানা যাচ্ছে, খবর, তিনি বাণিজ্য শাখায় স্নাতকোত্তর পড়বেন। তাঁকে উৎসাহ জোগাচ্ছেন কৌশানী মুখোপাধ্যায়। এবং পুরো ঘটনার নেপথ্যে পরিচালক সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ। আসলে নতুন ছবিতে হাত দিয়েছেন এই পরিচালক জুটি। অন্যতম অভিজিৎ গুহ খোলসা করেছেন, “আজকের প্রজন্মের প্রেম, বিচ্ছেদ, পারিবারিক ব্যবসা থেকে বেরিয়ে এসে নতুন কিছু করার প্রবণতা নিয়েই আমাদের আগামী ছবি ‘অংশুমান এমবিএ’। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সোহম চক্রবর্তী-কৌশানী মুখোপাধ্যায়কে।”
ছবির গল্পে, পারিবারিক ব্যবসা নিয়ে বন্ধুরা প্রায়ই ব্যঙ্গ করে অংশুমান ওরফে সোহমকে। তাই সে ঠিক করে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে নতুন কিছু করবে। সেই অনুযায়ী একটি ‘ব্রেক-আপ সংস্থা’ও খোলে সে। প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘকালের দ্বন্দ্বের অবসান ঘটাতে এই সংস্থা সহযোগিতা করে। অর্থাৎ, বিচ্ছেদ ঘটায়। এ ভাবেই একের পর এক বিচ্ছেদ ঘটাতে ঘটাতে হঠাৎ অংশুমানের জীবনে প্রেম আসে। রবীন্দ্র-ভাবনা এবং শিক্ষায় বেড়ে ওঠা কৌশানীর সঙ্গে প্রেম জমেও যায় অংশুমানের প্রেম টিকবে? তা ঘিরেই এগোয় কাহিনী।
উল্লেখ্য, জুনের শেষ থেকেই সম্ভবত শ্যুট শুরু হবে। তেমনটাই জানিয়েছেন পরিচালক। নায়ক-নায়িকা ছাড়াও থাকবেন পরান বন্দ্যোপাধ্যায়, বিক্রম সহ জনপ্রিয় অভিনেতারা। গানের দায়িত্বে অমিত-ঈশান। কলকাতাতেই প্রথম শ্যুট শুরু করবেন পরিচালক জুটি। তার পর পৌঁছে যাবেন শৈলশহর দার্জিলিং এবং উত্তরবঙ্গের কিছু অঞ্চলে। ছবির গল্প লিখেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। চিত্রনাট্যে রোহিত সৌম্য। এই ছবির হাত ধরেই বড় পর্দায় প্রথম পা রাখতে চলেছেন আভাস মুখোপাধ্যায়। প্রযোজনায় শ্যাডো ফিল্মস।