লোকসভা ও বিধানসভার নিরিখে আলিপুরদুয়ারে ভালো ফল করতে পারেনি তৃণমূল। মঙ্গলবার সেই আলিপুরদুয়ারের প্যারেডগ্রাউন্ডের দলীয় সভা থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আমায় গাল দিন। আমায় দোষ দিন। কিন্তু বিজেপির কথায় তৃণমূলকে ভুল বুঝবেন না’।
এদিন বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানানোর পাশাপাশি মমতার গলায় ছিল তাঁর দলের প্রতি মানুষের আস্থা ফেরানোর ডাক। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনেই ইঙ্গিত মিলেছিল, আলিপুরদুয়ার ও সংলগ্ন জেলায় তৃণমূলের রাশ আলগা হচ্ছে।
সেই সময়ে স্থানীয় নেতাদের ভূমিকার কথা তৃণমূলের অভ্যন্তরীণ ময়নাতদন্তেও উঠে এসেছিল। এর আগে একবার আলিপুরদুয়ারে গিয়ে মমতা বলেছিলেন, ব্লক স্তরে, জেলা স্তরের নেতারা কাজ করছেন না। ফলে সরকারের প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছে না। মমতা এও পইপই করে বুঝিয়ে এসেছিলেন, মানুষ জানতেও পারছে না সরকার কী কী প্রকল্প নিচ্ছে। ফলে বিজেপি ক্ষীর খেয়ে চলে যাচ্ছে।
এদিন মমতা বলেন, ‘লোকালি কারও উপর রাগ করে তৃণমূলকে ভুল বুঝবেন না। তৃণমূলকে শক্তিশালী করুন। যা পাননি, সেটাও পাবেন’।